পাকিস্তানের সাধারণ নির্বাচনের সবশেষ ফলাফলে বেশ এগিয়ে আছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে জয় দাবি করে, পিএমএল-এন দলের নেতা নওয়াজ শরিফ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে দেওয়া ভাষণে জানান, ঐক্যবদ্ধ সরকার গড়তে আগ্রহী তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়, পিএমএল-এন অন্যদলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, এমনটা জানিয়েছেন নওয়াজ শরিফ । নওয়াজ তার ভাষণে জানিয়েছেন, তার দল সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তিনি স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করেন, যাদের মধ্যে সিংহভাগই ইমরান খানের পিটিআই সমর্থিত।
তিনি এটাও জানিয়েছেন, দেশকে সংকট থেকে উত্তোরণের দায়িত্ব তার দলের। এখন তার দলের একমাত্র এজেন্ডা সমৃদ্ধ পাকিস্তান। তবে পিটিআই নেতারা দাবি করছেন, তাদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন এবং কেন্দ্রে সরকার তারাই গঠন করবেন।
জিও নিউজের খবর বলছে, বাংলাদেশ সময় শুক্রবার দশটা পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৬টির মধ্যে ২৫১টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ১০৬ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৬৭ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৫১টি।
পাকিস্তানে সরকার গঠনের জন্য ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টিতে জয় লাভ করতে হয়। তবে পাকিস্তানের শীর্ষ দৈনিক পত্রিকা ডনের ওয়েবসাইটে রাত দশটা পর্যন্ত প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, পিটিআই সমর্থিতরা পেয়েছেন ৬২টি আসন, নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছেন ৪৩টি, অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৩৬টি।
এ এস/
Discussion about this post