এজিয়ান সাগরে ১২২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক প্রশাসন। গ্রীক কর্তৃপক্ষ এসব অভিবাসীদের তুরস্কের আঞ্চলিক জলসীমায় ফেরত পাঠালে এজিয়ান সাগর থেকে তাদের উদ্ধার করে দেশটি। মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
আনাদোলু এজেন্সির বরাত দিয়ে তুরস্কের কোস্ট গার্ড জানায়, ইজমির প্রদেশের কারাবুরুন জেলার উপকূলে ৮৭ জন অনিয়মিত অভিবাসীকে এবং ইজমিরের মেন্দেরেস জেলা থেকে আরও ৩৫ জনকে উদ্ধার করেছে তারা।
গ্রিসের আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বেআইনি পদক্ষেপের বারবার নিন্দা করে আসছে তুরস্ক এবং বিশ্বের অধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে, গ্রিসের এমন পদক্ষেপ নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করছে, যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
উদ্ধারের পর ওই অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
Discussion about this post