এমপক্স বা মাঙ্কিপক্সকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরই ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হলো অতি সংক্রামক এ রোগ।
সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার বরাতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সুইডিশ জনস্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান অলিভিয়া উইগজেল বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকার একটি অঞ্চলে ছিলেন, যেখানে এমপক্স ক্লেইড ১ ব্যাপকভাবে ছড়িয়েছে। পূর্বে এই ভাইরাসটি মাঙ্কিপক্স নামেই পরিচিত ছিলো।
তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি স্টকহোমে চিকিৎসার জন্য এসেছেন। তবে তিনি স্টকহোমে চিকিৎসা নিচ্ছেন মানেই এই নয় যে, তার মাধ্যমে বৃহত্তর পরিসরে এই রোগের ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।অতি সংক্রামক এ রোগে ডিআর কঙ্গোতে প্রাথমিক প্রাদুর্ভাবের সময়ই কমপক্ষে ৪৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।
কঙ্গোর বাইরেও মাঙ্কিপক্স এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের নতুন ভ্যারিয়েন্ট খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর উচ্চমৃত্যু হার নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
এস এম/
Discussion about this post