বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক হারল্যানের মালিকানায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন দলেন নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিপিএলে “ঢাকা ক্যাপিটালস” নামে অংশগ্রহণ করবে শাকিবের দল।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।
দীর্ঘ দিন ধরেই বিপিএলে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, “আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।”
বিশ্বব্যাপী বিভিন্ন প্রিমিয়ার লীগের খেলাগুলোতে দলের মালিকানায় থাকেন তারকারা। তবে বিপিএলের ১১তম আসরে এই প্রথম কোনো দলের মালিকানায় আসলো দেশের তারকা।
উল্লেখ্য, এ বারের আসরের বিপিএল শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে দল থাকবে ৭টি। নতুন করে শাকিবের মালিকানায় যুক্ত হতে যাচ্ছে “ঢাকা ক্যাপিটালস”।
এ ইউ/
Discussion about this post