জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এক সেনা সদস্য নিজের সার্ভিস রাইফেলের গুলিতে প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২৮ বছর বয়সী ওই সেনা তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং সীমান্ত ফাঁড়ির ‘সরোজ’ পোস্টে প্রহরার দায়িত্বে ছিলেন। কর্তব্যরত অবস্থায় তিনি নিজের রাইফেল থেকে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।
এদিকে, ঘটনার পর পুলিশ ও সেনা কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। সেনাবাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে।
এস এইচ/
Discussion about this post