চুয়াডাঙ্গার একটি সরকারি প্রাইমারি স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো “আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে”।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে “আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে” লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
আন্দুলবাড়ীয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে “আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে” লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠায় স্থানীয় লোকজন দেখেই মোবাইল ফোনে জানায়। পরে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “ঘটনাটি তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।”
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল) ও জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস রাত ৮টার দিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, “যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এম এইচ/
Discussion about this post