এ বছর কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।
পুরস্কারের সংখ্যা হবে ১০ জনের কম বলে জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংখ্যার বিষয়ে একই কথা জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।
সাংবাদিকদের তিনি বলেন, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। পুরস্কারের সংখ্যা ১০ এর নিচে থাকবে।
র্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
এ ইউ/
Discussion about this post