দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয়তার শীর্ষে তাহসান খান। মাসের শুরুতে তিনি অস্ট্রেলিয়ায় একক কনসার্ট পরিবেশন করেন।‘তাহসান খান লাইভ ইন সিডনি’ শিরোনামে এই কনসার্টে তার সঙ্গে তার ব্যান্ডকেও পারফর্ম করতে দেখা যায়।এবার এই শিল্পী যাচ্ছেন আমেরিকা মাতাতে ।
বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাহসান নিজেই নিশ্চিত করেছেন। আমেরিকার পেনসিলভানিয়ায় আগামী ১৩ জুলাই কনসার্টটি হবে। তাহসান ছাড়াও সেখানে পারফর্ম করবেন প্রতীক হাসান ও রেশমি মির্জা। কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
রেগুলার টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে ৪০ ডলার, প্রিমিয়াম টিকিট ৬০ ডলার ও ভিআইপি টিকিট ১০০ ডলার মূল্যে বিক্রি হবে। এ ছাড়া দেশেও তাহসানের একাধিক কনসার্ট রয়েছে। স্টেজ-শো ওঅভিনয়ের মধ্য দিয়েই বর্তমানে ভালোই ব্যস্ত সময় পার করছেন তিনি।
আরও পড়ুনঃ অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যা
এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন মিথিলা।
সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।
এস আই/
Discussion about this post