কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে অভিনব এক আন্দোলন সংগঠিত হলো শহরটিতে। যেখানে নারীরা একে অপরকে আহ্বান করলো এই বলে, ‘রাত দখল করো’। ১৪ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসে। গোটা রাত তারা কাটায় রাজপথেই।
এমন ঘটনার ঠিক ১৬ দিনের মাথায় (৩০ আগস্ট) অনেকটা তারই প্রতিচ্ছবি মিলবে ঢাকায়। অংশগ্রহণে নারী এবং বিষয়বস্তুও একই। রাজপথে নামার সময়টাও কাকতালীয়ভাবে প্রায় একই, রাত ১১টা ৫৯ মিনিট! তবে ব্যানারটা ভিন্ন, ‘শেকল ভাঙার পদযাত্রা’। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে।
এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহবান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি। এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে।
বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘আমি যাচ্ছি। সবাইকে অংশগ্রহণ করতে বলছি। সবাই এলে এ আয়োজনটি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।’
খোঁজ নিয়ে জানা যায়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উত্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে।
তবে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানালেও নেতৃত্বে নেই অভিনেত্রী বাঁধান। এর নেতৃত্বে রয়েছেন প্রাপ্তি তাপসী নামের একজন বিপ্লবী।
এর আগে ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলেন বাঁধন। দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও। ছিলেন ছাত্র-জনতার পক্ষে। কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে।
এ ইউ/
Discussion about this post