বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন বাবর আলী (৩৩)। মাউন্ট এভারেস্টের পর বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দু’টি আট হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ সামিট।
মঙ্গলবার (২১ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে) বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। তিন দিন রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেন তিনি।
আরও পড়ুনঃ আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন বাবর আলী (৩৩)। মাউন্ট এভারেস্টের পর বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দু’টি আট হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ সামিট।
মঙ্গলবার (২১ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে) বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। তিন দিন রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেন তিনি।
এ এ/
Discussion about this post