হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে কয়েকজন পুলিশের সঙ্গে থাকার ছবি নিয়েই শুরু হয়েছে যত চর্চা।
‘ফিমেল’ সিরিজের মুদি আনোয়ার নামে পরিচিত এ অভিনেতার সেই ছবি দেখার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে―তাহলে কি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা পাভেল? মূলত এ অভিনেতা নিজেই ফেসবুকে পুলিশের তার একটি ছবি পোস্ট করেছেন। তাতে ক্যাপশনে লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু…।’
পাভেলের এ ধরনের ক্যাপশনই ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে প্রশ্ন তুলেছে, প্রকৃত অর্থেই বিমানবন্দরে কোনো বিপাকে পড়েছেন কিনা? বা কোনো অপরাধজনিত ঘটনায় ফেঁসে গেলেন কিনা।
তবে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন এ অভিনেতা। রহস্য খোলাসা করে জানিয়েছেন, পোস্ট ও ক্যাপশন নিছকই মজা করে দিয়েছেন তিনি।
পাভেল বলেন, মালয়েশিয়ার একটি শোয়ে অংশ নিয়েছিলাম। কয়েকদিন আগে সেখান থেকে দেশে ফিরেছি। ফেরার সময় এয়ারপোর্টে কয়েকজন পুলিশ সদস্য ভাইদের সঙ্গে দেখা হয়। তখন ছবিটি তুলি। আর সেটিই ফেসবুকে পোস্ট করেছি।
ওই ছবির ক্যাপশন থেকেই যত প্রশ্নের শুরু। অনেকেই তাকে নিয়ে যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, সেটি তিনি নিজেও বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। এ ব্যাপারে পাভেল বলেন, ছবিটি পোস্ট করার পর মনে হয়েছে সত্যিই ভুল করেছি। অনেকেই আমাকে ফোন করে খোঁজ নিচ্ছেন। তবে তাদের নিশ্চিত করেছি আমি, এটি যে কেবলই মজা করে দিয়েছি, তা বলেছি সবাইকে।
এ ইউ/
Discussion about this post