মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ ডিসেম্বরের প্রথম দিন থেকেই শুরু হবে। এর আগে ২৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। আর মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরে প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ ইউ/
Discussion about this post