বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুছ সালেহীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আহমেদ মুনিরুছ সালেহীনকে চাকরি থেকে অবসর প্রদান করে প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপণে বলা হয়, তাঁর অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ২৯ আগস্ট ২০২৪ হতে ২৮ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হয়েছে। একই সাথে তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
টিবি
Discussion about this post