প্রতি বছর লাখ লাখ বাংলাদেশী পবিত্র ওমরাহ পালনের জন্য মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান। সেখানে ঠিক-ঠাক পোঁছালেও সঠিক সময়ে দেশে ফেরেন না অনেকেই। সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ার পর ৫৬৮ বাংলাদেশী আর দেশে ফেরেনি। তারা কোথায় আছে কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।
ধর্ম মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম এম শাহাদাত হোসাইন তসলিম। বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানী নয়াপল্টনে একটি হোটেলে ২০২৪-২৬ মেয়াদের হাবের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের তিনি এ তথ্য জানান।
হাব সভাপতি বলেন, যারা ওমরাহ পালন করতে গিয়ে আসেননি তারা সবাই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে গিয়েছিল। এখানে ধর্ম মন্ত্রণালয় বা কোনো হজ এজেন্সির গাফিলতির কারণে হয়নি। কারণ সৌদি সরকারের নতুন পদ্ধতিতে যে কেউ অ্যাপের মাধ্যমে ওমরাহ ভিসা করে চলে যেতে পারবে। আর সেই ব্যক্তিরা এই সুযোগ নিয়েছে।
তিনি আরো বলেন, অনেক হজ এজেন্সি জানিয়েছে ওমরাহ’র আবেদন করে দীর্ঘদিন ধরে ভিসা পাচ্ছে না। অনেকের টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আজকেও সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে জানিয়েছে হাব সভাপতি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের অনুরোধ করেছি।
জানা গেছে, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী, হজের জন্য যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই ওমরাহ করতে পারবেন। এজন্য তাকে কোনো এজেন্সি কাছে যেতে হবে না। আগে ওমরাহ করতে যাওয়া ব্যক্তি সৌদির অনুমোদন পাওয়ার পর এজেন্সির কাছে নিদিষ্ট পরিমাণ অর্থ জামানত রেখে তারপর তিনি ওমরাহ করতে যেতেন।
এ এস/
Discussion about this post