বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। গতকাল রাতে ওমরাহ পালনের উদ্দেশে সৌদির পথে রওনা হন তিনি।
ওমরাহ পালনের আগে ইহরামের পোশাক পরে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন সাকিব আল হাসান।
ওমরাহ পালন শেষে আগামী ৮ এপ্রিল দেশে ফেরার কথা সাকিবের। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ঢাকা লিগের চলতি আসরে ইতোমধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিন ম্যাচ খেলেছেন সাকিব। এর পর চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেন তিনি।
টিবি
Discussion about this post