মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান। প্রবাস জীবন হিসেবে দেশটিকে বেছে নেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ। এদের অনেকেই আবার থেকে যেতে চান স্থায়ী ভাবে নাগরিকত্ব নিয়ে। বিশেষ বিবেচনায় ওমান সরকারও উদ্যোগ নিয়ে নাগরিকত্ব দিয়ে থাকে। এবার নতুন করে দুই শতাধিক প্রবাসীকে স্থায়ী ভাবে ওমানে বসবাসের জন্য নাগরিকত্ব প্রদান করেছে।
এ দফায় অন্তত ২০১ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার জন্য রয়েল ডিক্রি জারি করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। এটিকে রাজনীয় ডিক্রিও বলেন স্থানীয় বাংলাদেশিরা। ২০১৬ সালের তথ্য অনুযায়ী দেশটিতে বাংলাদেশির সংখ্যা প্রায় ৭ লাখ। তবে এতো দিনে সেই সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post