ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনসহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধান করা হবে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (২৯ এপ্রিল) বঙ্গভবনে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন রাষ্ট্রপতি।
গত ৬ মাস ধরে বাংলাদেশিদের উপরে সবধরণের ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। নানা কূটনৈতিক তৎপরতার পরেও তেমন ইতিবাচক কোনো সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি। সবশেষ বাংলাদেশের মহামান্যের কাছে ভিসা চালুর বিষয়ে নিজেদের আকাঙ্ক্ষা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন প্রবাসীরা। জবাবে রাষ্ট্রপতিও দ্রুততার সাথে ওমানে ভিসা চালুর বিষয়ে একমত পোষণ করেন।
আলোচনায় মাহাতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা, ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকা ছাড়াও বন্ড ইস্যুসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতিও সকল বিষয় অত্যন্ত মনযোগ সহকারে শোনেন এবং পরে এ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, বঙ্গভবনের সামরিক সচিব, অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীসহ অন্য নেতারা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মিঞা, আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান সিআইপি এবং সহ-কোষাধ্যক্ষ মোঃ ইজাজ হোসেন।
এ এস/
Discussion about this post