ওমানে এক ধাক্কায় ৩৫ হাজার বাংলাদেশি কমে গেছে। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন- যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
অর্থ্যাৎ ভিসা বন্ধের প্রথম দুই মাস বাদ দিয়েও ওমানে বাংলাদেশি কমেছে ৩৫ হাজার। বাংলাদেশিদের ওপর ওমানের ভিসা নিষেধাজ্ঞাকেই এর প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশি কমলেও ওমানে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরের মে পর্যন্ত ওমানে মায়ানমারের নাগরিক ১০২ শতাংশ বেড়ে হয়েছে ২৯ হাজার।
বেড়েছে পাকিস্তানি, মিশরীয় এবং তানিজানিয়ান মানুষের সংখ্যাও। অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। অবশ্য এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে ওমান। সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার ওপর থেকেও। অফিশিয়াল ভিসা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
এ এস/
Discussion about this post