ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে দেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। এই টুর্ণামেন্টের মাধ্যমে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে দেশ প্রেম জাগ্রত করে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতু বন্ধন রচনা করতে মেইল ফলক হিসেবে কাজ করবে জানান আয়োজকেরা।
ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি কাবির এলাকায় মাস্কাট ক্লাবের ফুটবল মাঠে মিনি বাংলাদেশে পরিণত হয়। বিশ্বের দরবারে দেশীয় সাংস্কৃতি ছড়িয়ে দিয়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নে অংশধারী হতে সবাইকে উদবুদ্ধ করা হবে জানান টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ওমান গালফ ওভারসিস একচেঞ্জের কর্ণধার।
ওমানে বাংলাদেশী ৮ লক্ষাধিক প্রবাসীদের বৈধ সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। ক্লাবের উদ্যোগে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝে স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেধা ও মনন বিকাশের জন্য দেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গঠিত ওমানের বিভিন্ন এলাকা থেকে এবারের টুর্ণামেন্টে ৮ দল অংশ গ্রহণ করে। এমন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।
প্রতি জুমাবার দেশটির বন্ধের দিন এ টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রবাসের মাটিতে এমন আয়োজন দেখে বেশ খুশি প্রবাসী খেলোয়াড় ও দর্শকেরা।
শুক্রবার(২৪ নভেম্বর) উদ্ভোধনী ম্যাচে ৮ টি দল অংশ গ্রহন করে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম বলেন, প্রবাসের মাটিতে মাস্কাট ক্লাবের ফুটবল মাঠটি একটুকরো বাংলাদেশে পরিণত হয়েছে।
ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান জানান, প্রবাসের মাটিতে দেশের ইতিহাস ঐতিহ্যের প্রচার ও খেলাধুলার চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা যে যে দেশে বসবাস করি সে দেশের আইন কানুন মেনে চলার জন্য সবার প্রতি আহবানও জানান তিনি।
উদ্ভোধনী ম্যাচে দিনের ১ম খেলা হামিরিয়া একাদ্বশ হযরত শাহ জালাল একাদ্বশকে ২-০ গোলে পরাজিত করে, ২য় খেলায় আল বারাকা এফ সি ও বিদিয়া ব্রাদার্স ইউনিয়নের মাঝে গো শূন্য ড্র হয়। ৩য় খেলায় আল হেইল একাদ্বশ ওয়াদি কাবির একাদ্বশকে ২ -০ গোলে পরাজিত করে ও ৪র্থ খেলায় মাস্কাট একাদ্বশ কক্সবাজার একাদ্বশকে ১-০ গোলে পরাজিত করে।
Discussion about this post