কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকররিয়ার হারবাং এলাকায় জাইল্লার ঢালায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।
নিহতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার রিদোয়ান (৩৪), মঈন উদ্দিন (৪৪) আবু বক্কর (৩০) ও জয়নাল (৩৪)। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন। দিনমজুরের কাজ করার জন্য লোহাগাড়ায় যাচ্ছিলেন।
চকরিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের জাইল্লার ঢালা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চকরিয়া মুখী একটি যাত্রী পিকনিক বাস গাড়িকে চাপা দিলে এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ১০ জন।
তিনি বলেন, “আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।”
এস আর/
Discussion about this post