কক্সবাজারের টেফনাফ থেকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২১ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়ার কচ্চপিয়া সাকিনস্থ পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে বাহারছড়া ফাঁড়ী পুলিশ।
আটকদের মধ্যে ৩ জন স্থানীয় আর বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায় পুলিশ।
টেকনাফ বাহাছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যেতে একটি দল অপেক্ষা করছে। পরে বাহারছড়ার কচ্ছপিয়া সাকিনস্থ পাহাড়ের পাশে একটি বাড়িতে অভিযান চালায় তারা। অভিযানে বাড়িটি থেকে ৬ মহিলা, ৬ শিশু ও ১২ পুরুষসহ ২৪ জনকে আটক করে বাহারছড়া ফাঁড়ীর পুলিশ।
পুলিশ জানায়, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. মশিউর রহমান।
পুলিশ আরও জানায়,, আটক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দালালের মাধ্যমে সাগর পথে বোটে করে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল।
Discussion about this post