কক্সবাজার সমুদ্র সৈকতে আরও এক জেলের মরদেহ ভেসে এসেছে। এনিয়ে গত তিনদিনে ৬ জেলের মরদেহ উদ্ধার করা হলো।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের সমিতিপাড়া তার মরদেহ ভেসে আসে।
তবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
সী সেইফ লাইফগার্ডের সুপার ভাইজার ওসমান গণি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা সকালে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশকে হস্তান্তর করা হয়। তার ধারণা, ঝড়ো হাওয়ার কবলে পড়ে সমুদ্রে বেশ কয়েকটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। সেই ট্রলার গুলোর মরদেহ ভেসে আসছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে এখনও ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এস/এইচ
Discussion about this post