প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন বেরহাদ (ইউপি)। বুধবার (২৯ মে) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ বিদেশি কর্মী নিয়োগে কোনো রকম অভিবাসন ব্যয় কর্মী হতে গ্রহণ করেন না। তারপরও বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কোম্পানিতে আগত কর্মীদের নিকট হতে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে অর্থ গ্রহণ করেছে মর্মে ইউনাইটেড প্ল্যান্টেশন কর্তৃপক্ষ ২০২২ সালের ৪ জানুয়ারি তারিখে পরিচালিত মূল্যায়নে জানতে পেরেছেন।
এ প্রেক্ষিতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা কোম্পানিতে কর্মরত ছিলেন এবং অর্থ ফেরত পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন, তার তালিকা সংযুক্ত করা হয়েছে। তথ্য প্রদানে যা দিতে হবে তা হলো, ১- সর্বশেষ পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবি, ২- ইউনাইটেড প্ল্যান্টেশন এর সঙ্গে ওয়ার্ক পারমিট/ভিসার কপি, ৩- কর্মীর নিজের নামের ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংকের নাম ও শাখার নাম এবং ৪- কর্মীর ফোন নম্বর।
সংযুক্ত তালিকাভুক্ত যারা আছেন তাদের আগামী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত +৬০১৩৮৩৩৪১০১ নম্বরে অথবা ই-মেইল ঠিকানায়- [email protected], নিম্নবর্ণিত তথ্য প্রদান করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এ এস/
Discussion about this post