কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বেঁচে আছেন। বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি আজারবাইজানের আজারবাইজান এয়ারলাইন্সের মালিকানাধীন। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এরই মধ্যে কাজাখস্তানে এটি দুর্ঘটনায় পড়ে।
বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : আল জাজিরা
এস এইচ/
Discussion about this post