সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসাথে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এসব উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পোস্টে তারেক লেখেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমার পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আগ্রহী।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এখন ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি আছেন। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসাও শুরু হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।
উল্লেখ্য, প্রায় সাড়ে সাত বছর পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন খালেদা জিয়া। ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন। সেটিই ছিল তার সবশেষ বিদেশ সফর।
এ ইউ/
Discussion about this post