মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চার প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির পার্টস ঝালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে। এসময় দোকানের মালিক মামুন সেখানে থাকলেও তিনি প্রাণে বেঁচে যান। বাকিরা দোকান থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু হয়েছে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজন বাংলাদেশি এবং বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। নিহত বাংলাদেশিরা হলেন, মীর হোসেন ফরহাদ, মাহফুজুর রহমান, জাফরুল ইসলাম লিটন ও মো. কাদের।
জানা যায়, মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। আর জাফরুল ইসলাম লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে এবং মো. কাদেরের বাড়ি চাঁদপুর।
এদিকে, চার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি ও কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন। আহত হন আরও দুইজন।
Discussion about this post