মো. নাহিদ ইসলাম, কাতার:
কাতারে নারী উদ্যোক্তাদের সংগঠন অনন্যা এসোসিয়েশন অফ বাংলাদেশি উইমেন ইন কাতারের আয়োজনে ২৪ ও ২৫ নভেম্বর শুক্রবার ও শনিবার শুরু হয়েছে শীতকালীন মেলা।
কাতারের রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্তোরাঁর হলে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শীতকালীন মেলা উদ্বোধন করেন। এরপর কুরআন তেলায়ত এর মাধ্যমে মেলার অনুষ্ঠান শুরু হয়।
সৈয়দা ইফাত ফাতেমার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইশরাত আরা ইউনুস, সভাপতি, অনন্যা এসোসিয়েশন অফ বাংলাদেশি উইমেন ইন কাতার।
এই বছর দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলায় স্থান পেয়েছে। যা বাংলাদেশি হস্তশিল্প, বই, তৈরি পোশাক ও পিঠাপুলি সহ বাচ্চাদের বিভিন্ন খেলা সামগ্রী। এই মেলায় প্রবাসীদের জন্য সম্পুর্ন উন্মুক্ত মেলার প্রবেশ পথ। মেলা শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ও শনিবার সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
শীতকালীন মেলায় দলমত নির্বিশেষে প্রবাসে নিজের ভাব মূর্তি বজায় রেখে বন্ধু-বান্ধব, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করার জন্য অনেকেই মেলায় আসে। মেলার প্রথম দিন ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
Discussion about this post