মো. নাহিদ ইসলাম, কাতার প্রতিনিধি:
গতকাল (১২ই ফেব্রুয়ারি সোমবার) কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি সেচ্ছাসেবক কাতার গ্রুপ এর যৌথ আয়োজনে এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচীতে কাতার প্রবাসী ২ শতাধিক বাংলাদেশী স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যাবসা প্রতিষ্ঠান এবং প্রবাসীরা অংশগ্রহণ করেন।
কাতার ন্যাশনাল স্পোর্টস ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কর্মসূচী পালিত হয়। সোমবার দুপুর ৪:০০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচী সন্ধ্যা ৮:০০ টায় শেষ হয়। সেচ্ছাসেবকদের এই মহৎ কাজে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

রক্তদান কর্মসূচি চলাকালীন হামাদ মেডিকেল এর জরুরী বিভাগে রুগীদের জন্য তাৎক্ষণিক ৫ ব্যাগ প্লাটিলেটের প্রয়োজন পড়লে ২ ব্যাগ প্লাটিলেট দান করে বাংলাদেশি সেচ্ছাসেবক গ্রুপের ২ জন সেচ্ছাসেবী।
প্রধান অতিথি হিসেবে কাতারের বাংলাদেশি মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম রক্তদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় দূতাবাসের রাষ্ট্রদূত রক্তদান কর্মসূচী আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নানারকম মানবিক উদ্যোগ নেওয়ার জন্য অগ্রিম শুভ কামনা ও সব ধরনের ভাল কাজে দূতাবাস পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
এছাড়াও ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় হামাদ মেডিকেলের রক্তদান সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রক্তদাতা ও সহযোগী বিভিন্ন সংগঠনের হাতে সার্টিফিকেট তুলে দেন রাষ্ট্রদূত।
এ জেড কে/
Discussion about this post