কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু উৎসবে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের (ভিপিডি) জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) শহরের লাপু লাপু উৎসবে একজন চালক গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন।
ভ্যাঙ্কুভার পুলিশ এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে তারা নিশ্চিত করেছে যে রাত ৮টার কিছু পরে প্যাসিফিক সময় অনুযায়ী (পিটি) ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের সংযোগস্থলে একজন চালক ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে। খবর গ্লোবাল নিউজের।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেছেন, লাপু লাপু ডে অনুষ্ঠানে এই ‘ভয়াবহ ঘটনায়’ তিনি স্তম্ভিত এবং শোকাহত। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব আরও তথ্য দেয়ার চেষ্টা করব, তবে এই মুহূর্তে ভ্যাঙ্কুভার পুলিশ নিশ্চিত করেছে যে বেশ কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।এই চরম কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত সবার এবং ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি।’
এই মুহূর্তে আর কোনো অতিরিক্ত তথ্য নিশ্চিত করা হয়নি, তবে শিগগিরই আরও তথ্য প্রকাশের আশা করা হচ্ছে।
এ ইউ/
Discussion about this post