কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পালিয়ে যাওয়া দুই কর্মকর্তার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ সফটওয়ার ও তথ্য রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই কর্মকর্তার মাধ্যমে তথ্য পাচারসহ বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিমান কর্মকর্তারা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিমানের একাধিক কর্মকর্তা জানান, ‘পালিয়ে থাকা’ ওই দুইজন হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। তাদের মধ্যে আনোয়ার হোসেন পালিয়ে কানাডায় গিয়েছেন। সোহান আহমেদ দেশের মধ্যেই পালিয়ে রয়েছেন।
আনোয়ার হোসেন চাঁদপুরের নুনিয়া গ্রামের আবুল মান্নানের ছেলে। সোহান আহমেদ রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সোমবার (১৬ জানুয়ারি) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন কানাডায় পালিয়ে যান। বিমানের বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ পলাতক রয়েছেন ২৪ অক্টোবর থেকে। এই দুই কর্মকর্তার কাছে বিমানের বিভিন্ন চুক্তিপত্র, আরআই পলিসি এবং সফটওয়্যারের তথ্য রয়েছে। তাঁরা তথ্য পাচার করবে বলে আশঙ্কা রয়েছে। এতে বড় ধরনের ক্ষতি ও ঝুঁকিতে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এফএস/
Discussion about this post