শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের সহযোগী হিসেবে পরিচিত খালিস্তানপন্থি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। সূত্রের বরাতে রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ওই ব্যক্তির নাম আর্শদীপ ডাল্লা। আর্শদীপ ভারত সরকারের ঘোষিত ‘সন্ত্রাসী’ তালিকায় রয়েছেন। তিনি ভারতে ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানাডার সঙ্গে ভারতের সব ধরনের কূটনৈতিক যোগাযোগ এখন বন্ধ রয়েছে এবং দুদেশের মধ্যে কোনো তথ্য আদান-প্রদান হচ্ছে না। যার ফলে তাকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২৭-২৮ অক্টোবর কানাডার মিল্টন এলাকায় বন্দুকযুদ্ধের পর ডাল্লাকে আটক করা হয়। গুলি চালানোর সময় ঘটনাস্থলে ডাল্লা উপস্থিত ছিলেন।
কানাডিয়ান এজেন্সিগুলোর মতে, হাল্টন রিজিওনাল পুলিশ সার্ভিস (এইচআরপিএস) বন্দুকযুদ্ধের ঘটনা তদন্ত করছে।
ভারতীয় নিরাপত্তা সংস্থা সূত্র মতে, ২৮ বছর বয়সি ডাল্লা সস্ত্রীক কানাডার সারে এলাকায় বাস করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা ও অন্যান্য সন্ত্রাস-সংযুক্ত কার্যকলাপের একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে ইউএপিএ-এর অধীনে মামলা রয়েছে।
পাঞ্জাব পুলিশ তার বিরুদ্ধে একটি ‘লুকআউট সার্কুলার’ জারি করেছিল। ডাল্লা পাঞ্জাবের জাগরাঁর এক ইলেকট্রিশিয়ান পরমজিৎ সিংকে হত্যার দায় স্বীকার করেন।
এছাড়া তার সহযোগীরা ২০২০ সালের নভেম্বরে ডেরা সাচ্চা সৌদার অনুসারী মনোহর লালকে গুলি করে হত্যা করেছিল। ডেরা সাচ্চা সৌদার আরেক অনুসারী শক্তি সিংকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন ডাল্লা।
ইন্ডিয়া টুডের মতে, খালিস্তানি টাইগার ফোর্সের ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এই ডাল্লা। তাকে হরদীপ সিং নিজ্জারের উত্তরসূরী হিসেবে মনে করা হতো।
এস এইচ/
Discussion about this post