গত কয়েক বছরে বহুল চর্চিত শব্দ ‘বেগমপাড়া’। কানাডার প্রবাসী বাংলাদেশিদের একটি এলাকাকে গিয়ে এই নামকরণ এবং সেটা ঘিরে রয়েছে নানা রকম গল্প। সেই গল্পকে এবার পর্দায় তুলে আনলেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। নির্মাণ করলেন ওয়েব ফিল্ম।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, এ পাড়ার বাসিন্দাদের আচার-আচরণ, অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা আসলে কোথাকার মানুষ। খোদ কানাডার প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের জীবনযাপন অনেকটা রূপকথার গল্পের মতো। এই বিশেষ শ্রেণির ব্যক্তিরা থাকেন কানাডার বেগমপাড়ায়; যাদের বেশির ভাগের বাড়ির দাম প্রায় ৫০ কোটি, চড়েন দামি গাড়িতে। যারা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন।
এমন পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘বেগমপাড়া’। এই ওয়েব ফিল্মটি বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি কানাডায় দীর্ঘ সময় ধরে থাকেন। এই সময়ে দেশের এক শ্রেণির মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তোলে।
তারা কানাডার বেগমপাড়ায় থাকেন। যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন।
নির্মাতা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এই বেগমপাড়ায় যারা থাকেন, তাদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না।
এতটাই ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।’
এই ওয়েবে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী-সন্তানরা যা ইচ্ছা, তা-ই করছেন কানাডায়—এমনটাই বললেন কামাল হোসেন।
এই নির্মাতা বলেন, ‘এমনও পরিবার দেখেছি, যারা বেগমপাড়ায় ঘণ্টায় ঘণ্টায় পার্টির আয়োজন করে। কেউ স্ট্যাটাস মেনটেইন করার জন্য কোটি টাকা খরচ করছেন। এগুলো আমাদের চোখে অসামঞ্জস্যভাবে ধরা দেয়। কিন্তু দিনশেষে অবৈধ পথে আয় করা অর্থে, লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কী হয়, সেটাও আমাদের দেখা আছে। সেই গল্পই আমি ফিকশন আকারে দেখাচ্ছি।’
জানা যায়, এ বছর শুরুর দিকে শুটিং শুরু হয়। বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয়শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশের। এখানে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী, ইফফাত শারমিন প্রমুখ। এটি শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
এ ইউ/
Discussion about this post