রমজানের শেষ ১০ দিন কাবার ইমামের পাশে কাটাবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) তার ব্যক্তিগত ফেসবুক পেইজে পোস্ট এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এজন্য চেয়েছেন দেশবাসীর দোয়া।
রবিবার (৩১ মার্চ) দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ফেসবুক পেজে করা পোস্টে এ তথ্য জানানো হয়। একই কথা তিনি জানিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টেও।
সেখানে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’
Discussion about this post