তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখক সিরাজুল অপুর একক কাব্যগ্রন্থ ‘রাজকুমারী’ এর মোড়ক উন্মোচিত হয়েছে।
রাজধানীর মিরপুরের দ্যা ইস্ট ইটেরিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটিতে কল্পনার রাজকুমারীকে বিভিন্ন আঙ্গিকে প্রেম, বিরহ, রোমান্স আর মায়ায় বেঁধেছে প্রতিটি কবিতা।
অনুষ্ঠানে বইটি সংগ্রহ করতে ও পড়ে এর রিভিউ দিতে সকল কবিতা প্রেমী পাঠকদের আহ্বান জানান গ্রন্থটির প্রকাশক খান তবারক হাসান তপু।
কণ্ঠস্বর প্রকাশনীর প্রকাশনায় বইটির প্রচ্ছদ করেন ফারহানা রুমিন।
কবির সাথে অথবা প্রকাশকের সাথে যোগাযোগ করে গ্রন্থটি সংগ্রহ করা যাবে। এছাড়া আসছে একুশে বইমেলায় কণ্ঠস্বর প্রকাশনীর সস্টলে পাওয়া যাবে।
এ ইউ/
Discussion about this post