রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল আহমেদ ওরুফে রাসেল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাসেল কারওয়ান বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি করতেন।
রাসেল আহমেদের বাড়ি চাঁদপুর সদরের রামদাসদীতে। তার বাবার নাম বাবুল মিয়া। ঢাকার পশ্চিম তেজতুরী বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনেসহ অন্তত চারটি মামলা রয়েছে।
এ ইউ/
Discussion about this post