সুনামগঞ্জে আটক সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০টায় সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহান সাদিক এর আদালত হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এসময় জামিন ও রিমান্ড শুনানি হয়নি।
এর পূর্ব বৃহস্পতিবার( ২০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার হিজলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনের নেতৃত্ব সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রেখে শুক্রবার সকালে আদালতে তুলা হয়।
উল্লেখ্য,সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সাংসদ ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জন কে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।
টিবি
Discussion about this post