ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে সকালের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার ৭টা নাগাদ অসুস্থ অবস্থায় কামাল আহমেদ মজুমদারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের মেডিসিন ভবনে ভর্তি করিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করিয়ে দেন।
কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী নিয়ে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করিয়ে দেন দায়িত্বরত চিকিৎসক।
এস এইচ/
Discussion about this post