দিনাজপুরের বিরামপুরে সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অভিযুক্ত মমিনুল ইসলাম বিরামপুর উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ঐ দুই শিশু বাড়ির সামনে খেলছিল। এসময় প্রতিবেশী মমিনুল ইসলাম কার্টুন দেখানোর কথা বলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশুদের ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে ঘটনাটি দেখে ফেলে এবং ভুক্তভোগী এক শিশুর পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা এসে শিশুদের উদ্ধার করে। এসময় অভিযুক্ত মমিনুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (২৭ মার্চ) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post