জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ।
দমকল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে একটা তদন্ত শুরু হয়েছে। গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগে সাতটি হাউসবোট পুড়ে গিয়েছিল। সেবার পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা গিয়েছিল।
Discussion about this post