কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে তুষারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এস এইচ/
Discussion about this post