আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ ৩১ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শহরের কেন্দ্রস্থল প্যাভিলিয়ন শপিং সেন্টার, জালান বুকিত বিনতাং এবং সুরিয়া কেএলসিসির আশপাশে বেশ কয়েকটি হটস্পটে অভিযান চালিয়ে ৩১ অভিবাসীকে আটক করা হয়। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে চারজন ইন্দোনেশিয়ান, ৮ বাংলাদেশি, ৬ ভারতী, ৪ পাকিস্তানি, ৪ নেপালি, ৩ ফিলিপিনো, একজন আফগান ও একজন সিরীয় নাগরিক। আটকদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি), রাত ৯.৩০ টা থেকে ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

রবিবার (৭ জানুয়ারি), ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন্স) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, আটককৃতদের বয়স ১৯ থেকে ৫০ এর মধ্যে এবং ভিজিট পাসের শর্ত লঙ্ঘনে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৩ এর ১৫(১) সি এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ বি এর ধারা অনুযায়ী আটকদের বিরুদ্ধে আরোও তদন্ত করা হচ্ছে।
জাফরি বলেন, শহরের ওই হটস্পট এলাকায় অবৈধ অভিবাসীদের আগমনের বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহের এক সপ্তাহ পর এ অভিযান চালানো হয়। রাজধানীতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান বাড়াবে বলেও জানান উপ-পরিচালক।
Discussion about this post