কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মানগাফে অভিবাসী শ্রমিকদের আবাসনে ব্যবহৃত বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪০ জনই ভারতীয় শ্রমিক বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় ভোরের দিকের লাগা এ আগুনে আহত হয়েছেন আরও কয়েক ডজন শ্রমিক।
কুয়েতি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণ আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছয়তলা ভবনটির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এ দুর্ঘটনার জন্য ভবন মালিককে দায়ী করেছেন। ভবন আইন লঙ্ঘনের কারণে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার। কুয়েতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওই ভবনটিতে শ্রমিকদের জন্য ব্যবহার করা হতো। অগ্নিকাণ্ডের সময় সেখানে অনেক শ্রমিক ঘুমিয়ে ছিলেন।
এদিকে এ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের দেখতে মানগাফের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। নিহত ৪৯ জনের মধ্যে ৪০ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। কুয়েতে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং জানিয়েছে, এ দুর্ঘটনায় আহতদের দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।
দুই কোরিয়ার অদ্ভুত যুদ্ধের শেষ কোথায়?দুই কোরিয়ার অদ্ভুত যুদ্ধের শেষ কোথায়? অগ্নিকাণ্ডে ভারতীয় শ্রমিকদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আগুনের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি।
এ এস/
Discussion about this post