এই প্রথম বিদেশে পালিত হচ্ছে প্রবাসী দিবস। সেই ধারাবাহিকতায়‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’– স্লোগানকে উপজীব্য করে কুয়েতে জাতীয় প্রবাসী দিবস উদ্যাপিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কুয়েতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের ভিসার ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস।
এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন। দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা গ্রুপকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠনের কুয়েত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাধীনতার পর এবারই প্রথম দেশ-বিদেশে জাতীয় প্রবাসী দিবস পালন করছে সরকার।
এ এস/
Discussion about this post