দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের পিকনিক এবং গেট টুগেদার।
শুক্রবার কুয়েতের হিজিল অঞ্চলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান-উজ-জামান, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, হেবজু, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, কুয়েত চ্যাপ্টারের সকল নেতা ও তাদের পরিবারসহ সুধীজনেরা।
কুয়েতে ১৯৯০ থেকে আই ই বি কুয়েত চ্যাপ্টার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বক্তারা বলেন, একই দেশে বাস হলেও কর্মব্যস্ততার কারণে এক জনের সঙ্গে আরেকজনের দেখা হয় না বছরে একবার। এই মিলনমেলার মাধ্যমে পারিবারিক এবং কর্ম জীবনের খবরাখবর একে অপরের সাথে শেয়ার করা যায়।
অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বল নিক্ষেপ, বালিশ খেলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন। এছাড়া গৃহিনীদের তৈরি নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতাহার আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাহেদ ফারুক সিনহা, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ সহ সংগঠনের নেতারা।
এ জেড কে/
Discussion about this post