মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে কুয়েতে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বাড়ানো এবং সব ধরনের জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। এসময় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন মানব পাচারের সঙ্গে জড়িত এবং একজন স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত।
কর্তৃপক্ষ জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুয়েতে একজন কর্মী আনতে এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ কুয়েতি দিনার নিতেন। গ্রেপ্তার অপর ব্যক্তিকে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এম এইচ/
Discussion about this post