কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি কর্মী মারা গেছন। নিহত ফাহিম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট।
স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় তিনি দুর্ঘটনার শিকার হোন। এতে ঘটনাস্থলেই মারা যান ফাহিম।
নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগনাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করত। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফেরেন ফাহিম।
বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
Discussion about this post