রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে মিতিন বিশ্বাস নামে এক কৃষকের ৫০ শতক জমির ৪০০ থেকে ৫০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১ নভেম্বর) সকালে বিষয়টি কৃষকের নজরে আসে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
ধারণা করা হচ্ছে ,বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।ভুক্তভোগী কৃষক মিতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করে আসছি। শুক্রবার আমি চরে গিয়ে দেখি সব কলাগাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এটা করেছে আমি জানি না। আমার সঙ্গে কারও শত্রুতা নেই।পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/
Discussion about this post