অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ২৯ নভেম্বরের পেট্রোবাংলার লিখিত পরীক্ষা রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, পেট্রোবাংলা এবং এর অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক চাকরি প্রার্থীদের আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠাতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো।
এর পরিবর্তে পরীক্ষাটি ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ (আজিমপুর) ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীদের নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইট থেকে নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।
এস এইচ/
Discussion about this post