কেরালার ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে ধস। ধসে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওয়েনাড় জেলার মেপ্পাডি এলাকায় ধস নামে। ধসের মধ্যে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাত থেকে ভোরের মধ্যে বেশ কয়েকবার ধস নামে ওই এলাকায়। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
ভারতের বিমান বাহিনীসহ বেশ কিছু সংস্থা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড় জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ-সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
এস এম/
Discussion about this post