সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমা নিয়ে তেমন একটা ব্যস্ত নেই। কিন্তু এর মধ্যেই নতুন একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। যার বর্তমান বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা।
হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে।অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।
এদিকে শাকিব খান অভিনীত ‘তুফান’ ঝড় তুলেছেন দর্শক হৃদয়ে। তুফান- এর সফলতাকে ইস্যুতে ফেসবুকে পোস্ট করে শাকিবকে ‘গ্লোবাল সুপারস্টার’ হিসেবে আখ্যা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোষ্টে শাকিবকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।অপুর সেই পোস্টে শাকিব ছাড়াও পরিচালক রায়হান রাফি ও তুফান টিমও জায়গা পেয়েছেন। ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু।
এস এম/
Discussion about this post